بسم الله الرحمن الرحيم
রজব এবং শাবান মাসে আল্লাহর রাসূল (স.) নিম্নের দোয়া বেশী বেশী পাঠ করতেন,
اَللّٰــــــــهُمَّ
بَــــارِكْ لَنَا فِــــىْ رَجَـــبَ وَ شَعْـــبَـــانَ وَ بَــلِّــغْــنَــا
رَمَـــــضَــانَ
উচ্চারন: আল্ল-হুম্মাঁ বা-রিক লানা- ফী- রজাবা ওয়া শাবা-না ওয়া বাল্লিগনা- রমায¦-না।
অর্থ: হে আল্লাহ্! আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৈাছে দিন।
(মিশকাত শরীফ: ১/১২১; মুসনাদে আহমাদ: ১/২৫৯; আমালিল-ইয়াউমি ওয়াল-লাইলাহ- ইবনে সুন্নী: ৬৫৯; শুআবিল-ঈমান লিল-বায়হাকী: ৩/৩৭৫; আবু নায়ীম: ৬/২৬৯; মুসনাদে বাজ্জার: ১/২৮৫; আল-আজকার লিন-নববী: ২৭৪; মাজমাউঝ ঝাওয়ায়েদ: ২/১৬৫; মুসনাদে শাকের: ৪/১০০)
0 Comments