.

সাইকো সেক্সুয়্যালিটি নামটার সাথে হয়তো আমরা অনেকেই অপরিচিত! বাট আশ্চর্যের বিষয়, সাইকো সেক্সুয়্যালিটিতে সমাজের প্রায় ৯০% ছেলে/পুরুষ আক্রান্ত! 🌚 যা একটি দণ্ডনীয় অপরাধ! 🙂 এই বিষয়েই এই পোস্ট।

.

প্রথমে সংজ্ঞায় আশা যাক, সাইকো শব্দের অর্থ—

[Psycho is] a person who is mentally ill and who behaves in a very strange violent 🙂

[Oxford Advanced Learner's Dictionary 9th Edition — 1240 page]

.

অর্থাৎ, “(সাইকো) একজন ব্যাক্তি, যে মানসিকভাবে অসুস্থ এবং যে অতি জঘন্য (চমকপ্রদ) খুন-জখমের আচরণ করে।” 🙂

.

আর সেক্সুয়ালিটিতো আমরা সবাইই বুঝি, সুতরাং “সাইকো সেক্সচুয়াল” বলতে বোঝায়, “একজন ব্যাক্তি, যে ভায়োলেন্স (খুন জখম মারামারি) করে সেক্সুয়াল এপিয়াল বা যৌন তাড়না হিসেবে!” 🙂

.

আমি জোড় দিয়ে বলতে পারি মনে মনে অনেকেই আৎকে উঠেছেন এতোক্ষনে! কারণে নিজেই বুঝতে পেরেছেন আপনি নিজেও এই প্রবলেমে আক্রান্ত! 😅

.

কিন্তু ভয়ের কোনো কারণ নেই, 😁 কারণ আশ্চর্যের বিষয় এটা পুরোপুরি কোনো রোগ নয় বরং অনেকাংশেই সাভাবিক কিন্তু কিছুটা অস্বাভাবিক! 😃 একটু ব্যাখ্যা করে ধীরে ধীরে বলি, সকলেই বুঝতে পারবেন,, 😊

.

সাভাবিক বিষয়গুলো শুরুতে বলি, অস্বাভাবিকটা পরে,,,

.

Discovery চ্যানেলে Tod sampson পরিচালিত Body hack সিরিজের ইন্ডিয়ান সাধু বিষয়ক পর্বে বলা হয়েছিলো,

“টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে উগ্রতা নিয়ন্ত্রিত হয়!”

.

কি? অবাক হচ্ছেন? আমিও প্রথম অবাক হয়েছিলাম,, বাট কিছু রিসার্চ করে জানলাম বিষয়টি সত্যি... টেস্টস্টেরন হরমোনের প্রভাবেও উগ্রতা নিয়ন্ত্রিত হয় (প্রভাবেও লিখেছি। প্রভাবেই লিখিনি! অর্থাৎ শুধুই টেস্টোস্টেরন দায়ী না, অন্য কারণেও মানুষ উগ্র হয়। বাট এসব কারণের মধ্যে একটা কারণ টেস্টোস্টেরন)

.

টেস্টোস্টেরন বিষয়ে যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, টেস্টুস্টেরসন পুরুষের পুরুষ সূলভ আচরণ নিয়ন্ত্রনের হরমোন,,, এর প্রভাবেই বীর্যপাত হয়, দাঁড়ি-মোঁচ ওঠে, পিউবিকাল পশম ওঠে, কাঁধ চওড়া হয়, গলার স্বর মোটা হয়, সবকিছুই টেস্টোস্টেরনের প্রভাব। 😊

.

.

আমরা ছেলেরা নিজেদের দাঁড়ি মোচ পছন্দ করি, আবার বীর্যপাত হলেও মজা পাই! (সাভাবিক বিষয়, কেউ অশালীন ভাবলে আপনার নিজের মানসিকতা খারাপ!) দাঁড়ি মোঁচ পছন্দ করি এটাও কিন্তু এক প্রকার সেক্সুয়াল ইফেক্ট কারণ এটাও টেস্টোস্টেরনের প্রভাবেই হয়! 🙂

.

ঠিক একইভাবে, উগ্রতাও টেস্টোস্টেরনের প্রভাবে নিয়ন্ত্রিত হওয়ার কারণে মারামারি, খুন-জখম এগুলোও এক প্রকার সেক্সুয়ালিটি 😃

.

বোঝাগেলো আমরা ছোটবেলা থেকেই মারামারি যা অভ্যাস, এগুলোও এক প্রকার সেক্সুয়্যালিটি,,,

(একটু নোট : টেস্টোস্টেরন ছোটবেলা থেকেই অল্প পরিমাণ থাকে, কারণ তখন অন্ডকোষ ছোট থাকলেও অস্তিত্বতো আছে! এজন্যই ছোটবেলা থেকেই আমাদের মেয়েদের ভালো লাগে।)

.

টেস্টোস্টেরনের প্রভাবে মানুষ উগ্র হয় যারা এখনও বুঝেননি, তাদের আরো উদাহরণ দেই,,, কিশোর বয়সে ছেলেরা দেখবেন সন্ত্রাসী কর্মকান্ডে বেশী জড়ায়,,, এটাও নিউ এডালটেশনের টাইমে টেস্টোস্টেরনের প্রভাব ছাড়া আর কিছুই না 🙃

.

মেয়েদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম (নেউ বললেই চলে) তাই মেয়েদের মাঝে মারামারির সভাব কম,, মারামারির সভাব থাকলেও সেটা সেক্সুয়ালিটির মাঝে পরে না,,,,

.

.

এই গেলো সাইকো সেক্সুয়ালিটির সাধারণ আলোচনা,,

.

.

.

#_আমরা_সবাই_সাইকো_সেক্সুয়াল ?

.

সাধারণ সংজ্ঞা হিসেবে আমরা সবাইই সাইকো সেক্সুয়াল! 🙂 কিন্তু, বিষয়টা ততোক্ষণ সাভাবিক থাকবে, যতোক্ষণ আমরা নিয়ন্ত্রণের মাঝে রাখতে পারবো, কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে গেলে তখন তা অস্বাভাবিক,,, তখন সেটা রোগ,,,, 🙂 উদাহরণ দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে....

.

.

ছেলে হিসবে প্রত্যেকেই আমরা মেয়েদের শরীর পছন্দ করি (এটাই সাভাবিক। কেউ পছন্দ না করলে সে রোগী) মেয়েদের চুল, চোখ, নাক, ঠোট, গলা, ঘাড়, বুক, পেট, নাভি, যৌনাঙ্গ, উরু, সবকিছুই আমাদের প্রিয়। (এটাই সাভাবিক)

.

মাঝে মাঝে ইচ্ছে হয় ঠোটে একটু কামড় দেই! হয় ইচ্ছা? 😃 এইতো আপনিও সাইকো সেক্সুয়ালিটিতে আক্রান্ত হয়ে গেলেন,,, 😅 কিন্তু এটা অস্বাভাবিক নয় বা আইনত দন্ডনীয় নয়,,, 😊 নিয়ন্ত্রণের বাহিরে কখন যায় তা বলি ওয়েট,,,, 😊

.

মেয়েদের নাভি আমাদের প্রিয়,,, ইচ্ছে করে নাভিতে একটু আঙুল দেই,,, হ্যা সাভাবিক,,, কিন্তু যদি ইচ্ছা হয় নাভিতে গুলি করি? 😐 অথবা নাভিতে কলম-ছুড়ি ইত্যাদি দিয়ে খোঁচা দেই? 😐 ইচ্ছা হতে পারে অনেকেরই, বাট এই ইচ্ছাটা সাভাবিক হলেও (ইচ্ছাটা কেনো সাভাবিক বলতেছি) কাজটা উঁচিত নয়,, কারণ মেয়েটা মারা যাবে, বেঁচে থাকলেও শরীরে ব্যাথাতো পাবে,,, 🙂

.

এমন ইচ্ছা সাভাবিক তা বলার কিছু কারণ,

.

১. “সেক্স” মানেই হলো যৌনাঙ্গে যৌনাঙ্গ প্রবেশ,,, কিন্তু টেস্টোস্টেরনের প্রভাবে ছেলেরা এবং ইস্ট্রোজেনের প্রভাবে মেয়েরা, সকলেই যেকোনো বস্তু যেকোনো প্লেসে ঢুকানো বিষয়টাই পছন্দ করে! 🙃 এজন্যইতো পুশি বাদ দিয়ে ওরাল সেক্স করে,,, 🙃 তদ্রুপ নাভিও একটা গর্ত,, এখানেও পেন্সিল, গুলি, ছুড়ি, তীর ইত্যাদি ঢুকানোও সেক্সুয়াল ইফেক্ট সৃষ্টি করে 🙂

২. উইকিপিডিয়ায় ন্যাভেল ফেটিসিসম বিষয়ক পেজে স্পষ্ট লেখা হয়েছে, “Some prefer to perform navel torture, dripping hot oil or wax into the navel, poking pins into the navel, and stabbing the navel” অর্থাৎ, “অনেক পারফর্মার নাভিতে অত্যাচার করাও পছন্দ করে, নাভিতে গরম তেল বা মোম ঢালা, পিন ঢুকানো, ধারালো কিছু দিয়ে খোঁচা দেয়া ইত্যাদি” উইকিপিডিয়ায় বিষয়টাকে একদম সাভাবিকভাবে লেখা হয়েছে! 🙂

.

.

এরপর আসুন বুবস,,, বুবস চাঁপতে ইচ্ছে করে? ঘুষি দিতে ইচ্ছে করে? নিপল কামড় দিতো ইচ্ছে করে? এগুলোও এক প্রকার “সাইকো সেক্সুয়্যালিটি” 🙃 কিন্তু এগুলো আইনত দন্ডনীয় নয় বা ইসলাম হিসেবে পাপও হবে না,,, যতোক্ষণ না গুরুতর আঘাত হয়,,,, 😊

.

.

এবার মেয়েদেরকে নিয়েও একটু বলি! 😬 বহু মেয়েই চায় ছেলেদের শিশ্নে বা অন্ডোকোষে চাঁপ দিতে! 😑

গবেষকদের মতে, অন্ডকোষে চাঁপ দিলে ছেলেরা যে পরিমাণ ব্যাথা পাই, তা মেয়েদের পিরিয়ডের ব্যাথার ১২ গুণ! 😐

চিন্তা করুন কতো বড় অত্নাচার! 😐 এমন ইচ্ছাও মেয়েদের থাকে, এটাও এক প্রকার “সাইকো সেক্সুয়্যালিটি” 🙂

.

.

সর্বশেষ উদাহরণ রেসলিয়/বক্সিং এটাও এক প্রার সাইকো সেক্সুয়ালিটি।

.

.

#_সাইকো_সেক্সুয়্যালিটি_কতোক্ষণ_সাভাবিক ?

.

ছেলে হিসেবে আমাদের সবারই যৌন সঙ্গমের ইচ্ছা আছে,, কিন্তু আমরা সবাইই জানি, বিয়ে ব্যাতিতো কোনো মেয়ের সাথে সঙ্গম জায়েজ নেই! তদ্রুপ কোনো মেয়ে বা ছেলে কারো সাথেই পায়ু পথে সঙ্গম (অ্যানাল সেক্স) জায়েজ নেই,,,,

.

এখন যদি কারো ইচ্ছা হয় সঙ্গমের, অথবা অ্যানাল সেক্স করার! তাতে কি পাপ হবে? না পাপ হবে না, 😊 বাট যখন আপনি এটা নিয়েই ভাবতে থাকবেন,,, অথবা এটা করবেন, তখন আপনি পাপি,, 🙃

.

.

সাইকো সেক্সুয়ালিটি বিষয়টাও তেমন,,,, ইচ্ছে করে কোনো মেয়ের ঠোট কামড় দিয়ে ছিড়ে ফেলতে! বুবস ঘুষি দিয়ে ফাটিয়ে ফেলতে! নাভি গুলি করে ছিদ্র করতে! যোনিরর চেয়ে বড় কিছু যোনিতে ঢুকিয়ে ফাটিয়ে ফেলতে, আবার মেয়েদের ইচ্ছা করে ছেলেদের অন্ডকোষে চাঁপ দিতে! এই ইচ্ছাগুলো যতক্ষণ মাথার মাঝে রাখবেন, তৎক্ষণ আপনি সাভাবিক, কিন্তু যখন আপনি বাস্তবে এই কাজ করবেন, আপনি অপরাধি 🙂

.

ভালো মতো মনে রাখুন! মদ খাওয়ার ইচ্ছা পাপ নয়! মদ খাওয়া পাপ,,, এই বিষয়গুলোও তেমন 🙂

.

.

.

#_দুঃখের_বিষয়

.

চটিবাজরা যেমন চটি লেখে, আমাদের সমাজের কিছু থ্রিলার লেখকরাও তেমন থ্রিলারের নামে “সাইকো সেক্সুয়্যালিটি” ছড়ায়! 🙂 আবার কিছু কিছু লেখকতো এগুলো উৎসাহিতও করেন! 😑

.

যেমন ড. জাফর ইকবাল স্যার লিখেছেন, “আমরা ছোটবেলা থেকে বহু রগরগে খুন জখমের বই পড়েছি, কিন্তু বাস্তব জীবনে এর কোনো প্রভাব নেই, তাই ভিডিও গেম খেলে বাচ্চারা ভায়োলেন্স শিখবো আমি বিশ্বাস করি না!”

.

আমি স্যারের সাথে ৮০% একমত, বাট যখন এসব ভায়োলেন্স কেউ সেক্সুয়্যালিটি হিসেবে করে, তখন সেটা আর সাভাবিক থাকার মতো না,,, 🙂

.

যুদ্ধে গুন্ডা আব্বাস নিহত! এটুকু পড়ুন,, নো প্রবলেম,,, কিন্তু আব্বাসের গলা কাঁটা হয়েছে এটা শুনে যদি আপনি পুলকিত হন, তাহলে আপনি সাইকো সেক্সুয়্যালিটিতে আক্রান্ত! 🙂

.

শুধু লেখক না, মুভি ক্রিয়েটররাও মেয়েদের যেমন শরীর প্রদর্শন করে, ঠিক তেমনই বুকে পেট গুলি, ছুড়ি, ঘুষি, আছেই আছেই প্রত্যেক মুভিতে! 😑 এগুলো সাইকো সেক্সুয়ালিটি প্রমোট করা ছাড়া আর কিছুই না,,, 🙂

.

পরিমনির নাভি সুন্দর (!) মিশা সওদাগর যখন এই নাভিতে গুলি করবে তখন তা আরো সুন্দর (!!) এসব মুভিতে খুব সূক্ষ্ণভাবে সাইকো সেক্সুয়ালিটি প্রোমট করা হচ্ছে! 🙂

.

একটু ভাবুনতো,,, মানুষকে খুন করার সহজ উপায় কি? জবাই করা,,, অথচ বাংলা-হিন্দি মুভিতে জবাই থাকে না, থাকে পেটে-বুকে গুলি, পেটে-বুকে ছুড়ি, শুধুই এসব,,, বুকে তবুও হার্ট থাকে, কিন্তু পেটেতো মারা যাওয়ার মতো বিশেষ কোনো অর্গানই থাকে না,,, 😑 অনলি সাইকো সেক্সুয়ালিটি প্রোমট করা ছাড়া আর কিছুই না,, 🙂 বাংলা সিনেমায় একটা ঘুষিতে বোম ফোটার মতো সাউন্ড হয়! সব সািকো সেক্সুয়্যালিটি,, 🙃

.

.

এর প্রভাব কি???

এইতো গতো ৫ তারিখ The Sunrise নামক একটি ইংরেজী নিউজ পেপারে পড়লাম, বেলফাস্টে এক প্রেগন্যান্ট টিচার ৮ বছরের এক ছাত্রকে হোম ওয়ার্ক করতে দেয়ায় ছেলাটা ছুড়ি নিয়ে বলে, “হোমওয়ার্ক দিলে তোমার পেট ফুটো করবো!” এগুলো সাইকো সেক্যুলিটি প্রোমোটেড মুভির প্রভাব,,, 🙂

.

The Daily Star পত্রিকায় গতো ১৩ তারিখ পড়লাম, “ঘুমন্ত মায়ের বুকের দোনো বুবসেই দুলি করেছে ৯ বছরের ছেলে! 🙂” এই ছেলেতো সেক্সুয়াল বয়স হয়নি, তার মাঝেও এমন আচরণ সাইকো সেক্সুয়াল প্রোমোটেড মুভি থেকে শেখা ছাড়া আর কিছুই না 🙂

.

দুটো উদাহরণ দিলাম, দুটিউ বাচ্চাদের উদাহরণ! যাদের শরীরে টেস্টোস্টেরন নেই বললেই চলে,, এমন ভায়োলেন্সি প্রোমোটেড সিনেমাটোগ্রাফি চলতে থাকলে যাদের শরীরে টেস্টোস্টেরণ টগবগ করেন, এমন তরুণ যুবকদের সাইকো সেক্সুয়্যালিটির কথা ভাবলেই ঘাবড়ে ওঠার মতো নয়কি??? 🙃

.

.

আসুন, চটি লেখা যদি দোষ হয়, তাহলে এমন ভায়োলেন্সি প্নোমোটেড সাইকো থ্রিলার লেখাও দোষ,,,, আসুন চটিবাজ লেখকদের বয়কটের পাশাপাশি ভায়োলেন্স থ্রিলার লেখকদেরও নিজ ইচ্ছায় বয়কট করি 🙃

.

থ্রিলার লোমহর্ষক হোক, কিন্তু সেক্সুয়ালি বাদ হোক।

.

(সমাপ্ত)